• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আরও বাড়তে পারে গরম

প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৩, ১৪:০১
নিউজ ডেস্ক

কদিন ধরেই দেশজুড়ে চৈত্রের খরতাপ দেখা যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এখন যে তাপমাত্রা বিরাজ করছে, তা আরও বাড়তে পারে। ফলে বাড়তে পারে গরমও।

সোমবার আবহাওয়ার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গাতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

আবহাওয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close