• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিউমার্কেটে আগুন

ঢাকা কলেজের পুকুর থেকে নেয়া হচ্ছে পানি

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৪৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৫ এপ্রিল) সকাল থেকেই কলেজের পুকুরের থেকে ১০টির বেশি পাম্প বসানো হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমাদের কাছে সাহায্য চাওয়ার পর আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। মূল ফটক এবং পার্শ্ববর্তী গেট খুলে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিস পানি নিচ্ছে। আরো যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে আমরা করবো।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

নিউমার্কেট,আগুন,পানি,পুকুর,ঢাকা কলেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close