• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দায়িত্ব পালনের পাশাপাশি কাঁধে মালামাল বহন করছে পুলিশ

প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৩, ১২:২৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে লাগা ভয়াবহ আগুন শনিবার (১৫ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এদিকে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারকাজে অংশগ্রহণ করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেট পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) খ মহিদ উদ্দিন।

তিনি বলেন, ঘটনার শুরু থেকেই বাংলাদেশ পুলিশ অগ্নিনির্বাপণ কাজে সহায়তা করছে। সেই সঙ্গে উৎসুক জনতার নিয়ন্ত্রণ করছে। এছাড়া যে সম্পদের ক্ষতি হতে থাকে সেই সম্পদগুলো রক্ষার জন্য পুলিশ সহায়তা করে আন্তরিকভাবে। আগুন নিয়ন্ত্রণে পুলিশের ওয়াটার ক্যানন ব্যবহার করা হচ্ছে।

এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করে ফায়ার সার্ভিস। তবে তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানানো হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুলিশ,বহন,মালামাল,দায়িত্ব,আগুন,নিউমার্কেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close