• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজারবাগে ডিএমপি কমিশনার

অপরাধের সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা দেন, ব্যবস্থা নেবো

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০২৩, ১৮:৩৯
নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আপনাদের বিপদে আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা আপনাদের স্বার্থে মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্য অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের নাম ঠিকানা দেবেন, আমরা ব্যবস্থা নেবো।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থদের ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার দেন খন্দকার গোলাম ফারুক। ডিএমপির ৫০টি থানা এলাকার ৬০০ জন অসহায় ও দুস্থের মধ্যে এই ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, মানুষের ধারণা পুলিশ শুধু দিন-রাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে। তাদের মনে দয়া-মায়া বলে কিছু নেই। কিন্তু পুলিশ আপনাদের মতোই মানুষ। আপনাদের মতোই দয়া-মায়া তাদের মধ্যেও আছে। মানুষের দুঃখে-কষ্টে তাদের পাশে দাঁড়ায়।

তিনি বলেন, গত পরশু আপনারা দেখেছেন নিউমার্কেটে আগুন লাগলে পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়ীদের মালামাল উদ্ধার করেছেন। যেকোনো বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।

খন্দকার গোলাম ফারুক আরো বলেন, ঈদের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজারবাগ,ডিএমপি কমিশনার,নাম-ঠিকানা,অপরাধ,খন্দকার গোলাম ফারুক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close