• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভিড়

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৩, ১১:২৯ | আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১১:৩২
নিজস্ব প্রতিবেদক

স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সরকারি ছুটির দ্বিতীয় দিনেও বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে রাজধানীর সায়েদাবাদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

বুধবারের (১৯ এপ্রিল) তুলনায় চাপ কম থাকায় আজ গাড়ি পেতে খুব বেশি বেগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। তবে আজও কিছু যানবাহনের জটলা দেখা গেছে।

ট্রাফিক পুলিশ বলছে, সায়েদাবাদে বাস কাউন্টারগুলো রাস্তার পাশে হওয়ায় রাস্তার মধ্যে দাঁড়িয়েই যাত্রী উঠাচ্ছেন অনেকে। ফলে রাস্তায় জ্যাম তৈরি হচ্ছে। এছাড়াও ধোলাইপাড় ও যাত্রাবাড়িতে চালকদের বিশৃঙ্খলার জন্য যানজট তৈরি হচ্ছে।

কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, গতকালের তুলনায় যাত্রীদের চাপ আজ কম। তবে আশানুরূপ না হলেও মোটামুটি ভালো যাত্রী আছে। মূলত পরশু বিকেলে ও গতকাল সারাদিন অনেকে ঢাকা ছেড়েছেন। আজও মানুষ ঢাকা ছাড়ছেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের আগে গতকাল বুধবার থেকেই শুরু হয়েছে সরকারি ছুটি। ছুটি পেয়ে মঙ্গলবার বিকেলে ও বুধবার সারাদিনই ঢাকা ছেড়েছে বহু মানুষ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভিড়,সায়েদাবাদ,মানুষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close