• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫২ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১২:১২
নিজস্ব প্রতিবেদক

সারাদেশের সাত বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৩০ এপ্রিল) সকাল ৯টায় দেয়া আবহাওয়াবিদ মো.আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

সারাদিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা, মাদারিপুর, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। আর কিছু কিছু জায়গা থেকে তা প্রমশিত হতে পারে।

আবহাওয়াবিদ মো.আবদুর রহমান খান জানান, পরবর্তী ৩ দিন আবহাওয়ার অবস্থায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সবশেষ ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা, শ্রীমঙ্গল ও কুমারখালীতে ২০.০ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে বান্দরবান ও খুলনায় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, দেশের বেশ কয়েকটি জেলায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা বয়ে গেছে। প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিলো, তবে স্বস্তির বৃষ্টির পর তা কমে আসে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পূর্বাভাস,ঝড়,আবহাওয়া অফিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close