• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১৪ হজযাত্রী

প্রকাশ:  ০৪ জুন ২০২৩, ১১:৪৩
পূর্বপশ্চিম ডেস্ক

চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ১৪ জন হজযাত্রী। রোববার (৪ জুন) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

সরকারের সবশেষ হজ বুলেটিনে বলা হয়, শনিবার (৩ জুন) রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ পর্যন্ত চারজন হজযাত্রী মারা গেছেন বলে হজ বুলেটিনে জানানো হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। সবশেষ শনিবার আলী হোসেন (৬৭) নামে এক হজযাত্রী মক্কায় মারা যান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হজযাত্রী,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close