• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আদানির কেন্দ্র থেকে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু

প্রকাশ:  ০৮ জুন ২০২৩, ১৩:০৯
নিজস্ব প্রতিবেদক

ভারতের আদানি পাওয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে পুনরায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। বুধবার (৭ জুন) রাত ৩টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

এর আগে গতকাল দুপুর আড়াইটায় সঞ্চালন লাইনে অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। যার ফলে চলমান লোডশেডিংয়ের মধ্যে দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট আরও বেড়ে যায়।

পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে সঞ্চালন লাইনটি চালু হলেও বিদ্যুৎকেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোররাত ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আদানি গ্রুপ ভারতের ঝাড়খন্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের কয়লাভিত্তিক একটি কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে বাংলাদেশে দৈনিক প্রায় ৭০০ মেগাওয়াট করে বিদ্যুৎ আসছিল এত দিন।

আদানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close