• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বে বায়ুদূষণে ঢাকা তৃতীয়, শীর্ষে লাহোর

প্রকাশ:  ০৯ জুন ২০২৩, ১২:৫২
নিজস্ব প্রতিবেদক

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শুক্রবার (৯ জুন) তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। আর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর।

এদিন সকাল ১০টায় ঢাকার একিউআই স্কোর ছিল ১৪৯, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয়। এ সময় দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা লাহোরের একিউআই স্কোর ছিল ২৩৭। এ তালিকায় ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইসরাইলের তেল আবিব।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-র মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০-র মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লাহোর,ঢাকা,বায়ুদূষণ,বিশ্ব,তালিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close