• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০১

প্রকাশ:  ১৪ জুন ২০২৩, ১৭:৩৭
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো ২০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৬ জন রয়েছেন।

বুধবার (১৪ জুন) সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে মোট ৮০৬ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে আছেন ১৩৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৯৬৮ জন। এ বছর এখন পর্যন্ত ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ভর্তি,হাসপাতাল,মৃত্যু,ডেঙ্গু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close