• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গুতে ২০২৩ সালের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশ:  ১৭ জুন ২০২৩, ২১:৪৯
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এটি এ বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

তথ্য বলছে, এ বছর এনিয়ে সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৭৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৪০২ জন রোগী ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন, বাকিরা অন্যান্য জেলায়।

ঢাকায় বর্তমানে ৯১১ জন ও দেশের অন্য হাসপাতালে ১,১৩৮ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

এ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ৪,৬০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ও ৩,৪৩২ জন সুস্থ হয়েছেন।

২০২২ সালে দেশে ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ১৭৯ জন।

আগের বছরে ৬২,৪২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন ও সুস্থ হন ৬১,৯৭১ জন।

ডেঙ্গু,মশা,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close