• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মৃত্যু ২৩

সৌদি পৌঁছেছেন এক লাখ ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী

প্রকাশ:  ২০ জুন ২০২৩, ১০:৩২
পূর্বপশ্চিম ডেস্ক

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সোমবার (১৯ জুন) মধ্যরাত রাত ১টা ৫৯ মিনিটে ১ লাখ ১ হাজার ৬০০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯১ হাজার ৮০২ জন। আর এ পর্যন্ত ২৩ হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য তুলে ধরেছে হজ সম্পর্কিত বুলেটিন।

এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৪৭৪টি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রীর ভিসা ১০০ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯ শতাংশ।

এদিকে এখন পর্যন্ত ২৩ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৪ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম মো. আবদুল আজিজ (৫৩)।

সর্বশেষ তথ্য-

সৌদি পৌঁছেছেন সর্বমোট হজযাত্রী ১০১,৬০০ জন।

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯,৭৯৮ জন।

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯১,৮০২ জন।

সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৩০,৮৫২টি।

সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ২২,৫৬১টি।

এই সময় পর্যন্ত ইস্যুকৃত ভিসা ১২২,৪৭৪ টি; সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ১০০% ; বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ভিসা ৯৯% ;

সৌদি আরবে গিয়ে ২৩ জন হজযাত্রী/হাজী মারা গেছেন। তার মধ্যে পুরুষ: ২০; নারী রয়েছেন ৩ জন, মক্কায় ১৯; মদিনা: ৪।

একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:

সরকারি হজযাত্রীর কোটা : ১০,৩৬০ জন

বেসরকারি হজযাত্রীর কোটা : ১১২,১৯৮ জন (গাইড ২,৫০৬ জন সহ )

হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩ টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২১ মে।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই।

শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,হজযাত্রী,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close