• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএনসিসির ‘কুইক রেসপন্স টিম’

প্রকাশ:  ২৮ জুন ২০২৩, ২১:১২
পূর্বপশ্চিম ডেস্ক

দেশের প্রায় সব বিভাগেই চলছে বৃষ্টিপাত। যা ঈদের দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ জুন) সকাল থেকে রাজধানীতে তিন ঘণ্টায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতি বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কুইক রেসপন্স টিম।

ইতোমধ্যে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও বৃষ্টির ফলে সড়কে উপড়ে পরা প্রায় ২০টি গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য কল্যাণপুরে ডিএনসিসির পাঁচটি পাম্প সকাল থেকে একযোগে কাজ করছে। বুধবার ভোর থেকে নিরবচ্ছিন্ন ভারী বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন জানিয়েছে, এখনও যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে, কুইক রেসপন্স টিম পাঠিয়ে সেসব অঞ্চলের ড্রেন পরিষ্কার করে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে।

কোথাও কোনও পানি জমে থাকলে “সবার ঢাকা” অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বৃষ্টিপাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close