• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বৃষ্টি সামান্য বাড়বে আজ, আগামী সপ্তাহে লঘুচাপ

প্রকাশ:  ১৩ জুলাই ২০২৩, ১০:২৯
নিজস্ব প্রতিবেদক

দেশের সব বিভাগেই আজ বৃহস্পতিবার বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। কাল শুক্রবার থেকে এর তীব্রতা আরো বাড়বে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের সপ্তাহের দ্বিতীয় ভাগে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার সারা দেশেই থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার থেকে এর তীব্রতা কিছুটা বাড়তে পারে। চলতি মাসের ১৮/১৯ তারিখে বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, এটি পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

আজ দেশের পাঁচ বিভাগের অনেক জায়গায় এবং তিন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।

ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এমনটা হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্র কিছুটা হ্রাস ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকবে।

এসজে

বৃষ্টিপাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close