• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৩

প্রকাশ:  ০৩ আগস্ট ২০২৩, ০০:৫২
পূর্বপশ্চিম ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মশাবাহিত রোগে মৃতের সংখ্যা বেড়ে ২৭৩ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানায়।

তথ্য বলছে, একই সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২,৭১১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১,১৩০ জন ঢাকার ও ঢাকার বাইরে ১,৫৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর বুধবার পর্যন্ত ২৭৩ জন ডেঙ্গুতে মারা গেছেন। ২০২২ সালে মারা যান ২৮১ জন।

নতুন আক্রান্তসহ এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৭,১২৭ জন। চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়েছেন ৪৭,৫২৯ জন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৯,৩২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৪,৮৬৯ জন ঢাকায় ও ৪,৪৫৬ জন রাজধানীর বাইরে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে। তারা কর্তৃপক্ষকে মশা নিধনে ব্যাপক প্রচারণার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা ও আর্দ্রতা বিশ্লেষণ করে তারা এই মাসগুলোকে এডিস মশার প্রজননের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে বর্ণনা করেছেন।

বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা যায়। এর প্রাদুর্ভাব সাধারণত বর্ষাকালে শুরু হয়ে সর্বোচ্চ পর্যায়ে যায়।

ডেঙ্গু,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close