• সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
  • ||

ভবনের ৬ তলা থেকে পড়ে ইবি ছাত্রীর মৃত্যু

প্রকাশ:  ০৯ আগস্ট ২০২৩, ১৪:৪৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার একটি ভবনের ৬ তলা থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওরিন নুসরাতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, নওরিন নুসরাত স্বামীর সাথে ঢাকায় বসবাস করতেন। সন্ধ্যা ৬টার দিকে বাসার ৬ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে তাকে টাঙ্গাইলের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নওরিনের সহপাঠীরা বলছেন, নওরিন খুবই প্রাণবন্ত মানুষ ছিলেন। সব সময় হাসি খুশি থাকতেন। তার অকাল মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য ঘটনা আছে সেটা তদন্তের দাবি জানিয়েছে সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক শাহিদা আক্তার আশা বলেন, তার মৃত্যুর বিষয়টি পরিবার থেকে নিশ্চিত হয়েছি। ঘটনাটি শুনে খুব অবাক হয়েছি। সে অনেক মেধাবী শিক্ষার্থী ছিল।

শিক্ষার্থী আত্মহত্যা,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close