• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুই দিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১৩:৪৫
পূর্বপশ্চিম ডেস্ক

দুই দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সড়কে চলতে শুরু করেছে যানবাহন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ এরফান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সপ্তাহখানেক আগে থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যায় চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা। চন্দনাইশের কসাইপাড়া পাঠানিপুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেশ কিছু অংশ পানিতে ডুবে যায়। এ কারণে গত মঙ্গলবার থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গত দুই দিন কিছু কিছু যানবাহন বিকল্প সড়ক বাঁশখালী হয়ে কক্সবাজার ও চট্টগ্রাম শহরে আসা-যাওয়া করছিল।

মহাসড়ক,চট্টগ্রাম,কক্সবাজার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close