• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়কপথে বিচ্ছিন্ন বান্দরবান, পাহাড়ধসে দুইজনের মৃত্যু

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১৩:৫৬
পূর্বপশ্চিম ডেস্ক

টানা ছয় দিনের ভারি বর্ষণে বান্দরবান সদরের ৬০% এবং লামা উপজেলায় শতভাগ এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এতে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার বিভিন্ন উপজেলায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, বাড়িঘর এ ঘটনায় এক বিদেশি নাগরিকসহ দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক।

জেলার ২০৭টি আশ্রয়কেন্দ্রে সাড়ে নয় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন, সেখানে প্রশাসন থেকে খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

জেলায় বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ বন্ধ রয়েছে। বন্যাকবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করছে।

এদিকে বান্দরবানের খাদ্যসামগ্রীর দাম দ্বিগুণ বেড়েছে, তবে এ বিষয়ে বান্দরবান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিমল কান্তি দাশ ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, খাদ্যদ্রব্যের সংকট না থাকলেও বাজারে ডিম ও মোমবাতির সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসন জানায়, পাহাড় ধসে আলীকদম উপজেলায় একজন ও নাইক্ষ্যংছড়িতে একজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি জেলা প্রশাসক শাহ্‌ মোজাহিদ উদ্দিন।

সাজেক ভ্যালি,পর্যটক,মৃত্যু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close