• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নাসিরনগরে দাঙ্গা প্রতিরোধে স্কাউটদের র‌্যালি

প্রকাশ:  ১০ আগস্ট ২০২৩, ১৪:০৯ | আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৪:১২
আকতার হোসেন ভূইয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দাঙ্গা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দাঙ্গা প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দাঙ্গামুক্ত থাকবো,সোনার দেশ গড়। দাঙ্গা করছে দেশের ক্ষতি,নিন্দা জানাই তাদের প্রতি।

দাঙ্গা-হাঙ্গামা করছে যারা,ভাল মানুষ হয়না তারা। আর করবো না মারামারি,দাঙ্গামুক্ত সমাজ গড়ি,স্কাউটদের এমন স্লোগানে মুখরিত হয় র‌্যালিটি। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পর্যায়ের সহস্রাধিক পোষাক পরিহিত স্কাউটদের অংশগ্রহনে একটি বণার্ঢ্য র‌্যালি উপজেলা সদরে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “দাঙ্গা প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

    উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম।উপজেলা স্কাউট সম্পাদক অরবিন্দু গোপের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহম্মেদ,সহকারী কমিশনার ভূমি মো: মোনাব্বর হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূইয়া,থানার ওসি তদন্ত সঞ্জয় সরকার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইকবাল মিয়া,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী প্রমূখ।

    সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক,সহকারী শিক্ষকসহ স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দাঙ্গা প্রতিরোধ ক্যাম্পেইনে বক্তারা দাঙ্গা প্রতিরোধে সমাজের সকল স্থরের লোকজনকে আরো সচেতন হওয়া ও সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান।

    স্কাউটদের র‌্যালি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close