• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ সরবরাহ আংশিক সচল

প্রকাশ:  ১২ আগস্ট ২০২৩, ১০:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ সরবরাহ আংশিক সচলবান্দরবানে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। এজন্য শহরের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে সচল হয়েছে।

সম্পর্কিত খবর

    শুক্রবার (১১ আগস্ট) কর্মকর্তারা জানান, সাঙ্গু ও মাতামুহুরীসহ জেলার সব প্রধান নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    পানি নামতে শুরু করায় বাসিন্দারা আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন।

    এর আগে, বৃহস্পতিবার বিকেলে শহরে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে সচল হয়েছে। শুক্রবারের মধ্যে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

    এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের অন্যান্য জেলার সঙ্গে বান্দরবান জেলার সড়ক যোগাযোগ ফের চালু হয়েছে।

    তবে টানা বর্ষণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার রোয়ানছড়ি, রুমা ও থানচি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ এখনো সচল হয়নি।

    জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বলেন, বন্যার্তদের জন্য ইতোমধ্যে ১৬৮ মেট্রিক টন খাদ্যসামগ্রী বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত ৫০ হাজার লিটার বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।

    বন্যা ও ভূমিধসের কারণে এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

    বন্যা-পরবর্তী,বন্যাপরিস্থিতি
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close