• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মেডিক্যালে ভর্তির প্রশ্ন ফাঁস : সাত ডাক্তারসহ গ্রেপ্তার ১২

প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৩, ১৩:২৯
নিজস্ব প্রতিবেদক

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত সাত ডাক্তারসহ প্রশ্ন ফাঁসকারী চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিআইডির সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ রবিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মালিবাগে সিআইডি সদর দপ্তরে এ বিষয়টি জানাবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

সম্পর্কিত খবর

    তবে গ্রেপ্তার ডাক্তারদের বিষয়ে কোন তথ্য জানায়নি সিআইডি। গত ১০ মার্চ এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    অন্যদিকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে ফেসবুকে প্রতারকচক্রও সক্রিয় ছিল। তাঁদের একজন মিরাজ হোসেন তুহিনকে মেডিক্যাল ভর্তি পরীক্ষার দুই দিন আগে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ই-ফ্রড টিম।

    এদিকে গত ৮ মার্চ তাঁকে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মেডিকেল ভর্তি পরিক্ষা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close