• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অধিনায়কত্ব নিয়ে মুখ খুললেন সাকিব

প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৩, ০০:০২ | আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০০:১২
নিজস্ব প্রতিবেদক

তিনি দেশে নেই, খেলছেন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। এর মাঝেই তাকে আরও একবার ওয়ানডে অধিনায়ক করা হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সাকিব আল হাসান।

আজ রবিবার (১৩ আগস্ট) জাফনা কিংসের বিপক্ষে ম্যাচের মধ্যে গল টাইটান্সের হয়ে খেলা সাকিব তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট্ট করে।

এই ছাড়া তিনি বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নের কথাও বলেছেন।

গল টাইটান্সের ব্যাটিংয়ের সময় ডাগ আউটে সাকিবের সাথে কথা বলেছেন উপস্থাপিকা রিধিমা পাঠক। ওয়ানডে অধিনায়ক হওয়ায় তিনি সাকিবকে অভিনন্দন জানিয়েছেন। জবাবে সাকিব ছোট্ট করে বলেন, ‘এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।

সাকিবের জন্য ওয়ানডে অধিনায়কত্ব আসলেই নতুন নয়। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত পূর্ণ মেয়াদে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত অধিনায়কও ছিলেন বেশ কয়েকবার।

আপাতত বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক হতে রাজি হয়েছেন বলে জানা যায়।

তবে তিনি যদি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান, তাতে বিসিবির কোনো আপত্তি নেই। অধিনায়ক হিসেবে সাকিবের চাওয়া, আসন্ন বিশ্বকাপে দল দারুণ কিছু করবে। রিধিমার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভালো একটা দল, এই সংস্করণে ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আসলে আমরা কতটা ভালো। আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি।

সাকিব আল আসান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close