• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নড়াইলে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৩, ১৭:০০
শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলার পুরাতান টার্মিনাল ও জেলা শিল্পকলা একাডেমি থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন(অর্ধনমিত রাখা),বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, শোকর‌্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌরমেয়র আঞ্জুমান আরা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস এম আসিফুর রহমান বাপ্পি,যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক। জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close