• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৩, ১৪:০৮ | আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

জিপিএ বা সিজিপিএ’র শর্ত শিথিল করে তিনটি বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১২টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তারা। ফলে, ওই এলাকার রাস্তায় যান চলাচল বন্ধ হয়েছে।

সাত কলেজের শিক্ষার্থীদের দাবি, নির্ধারিত জিপিএ বা সিজিপিএ’র শর্ত শিথিল করে তিনটি বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান কে বলেন, বিলম্বে ফল প্রকাশের কারণে আমরা পরবর্তী বর্ষের জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা দিয়েছি। তাই, সামান্য জিপিএ বা সিজিপিএ’র শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না। এজন্য নির্ধারিত জিপিএ বা সিজিপিএ’র শর্ত শিথিল করে তিনটি বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

অবরোধ,৭ কলেজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close