• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাঈদীর প্রশংসা করে স্ট্যাটাস, ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

প্রকাশ:  ১৬ আগস্ট ২০২৩, ২০:৪৯
পূর্বপশ্চিম ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া তিনজন হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, আরেক সহ-সভাপতি মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনে নীতি-আদর্শ ভুলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই।

তিনি আরও বলেন, সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গাজী আমজাদ, মো. তাউসিফ ও আব্দুল্লাহ আল মাসুমকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে।

সাইদি,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close