• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮৩

প্রকাশ:  ২০ আগস্ট ২০২৩, ০৬:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে; হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৯৮৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু দাঁড়ালো ৪৬৬ জনে। আর মোট আক্রান্ত ৯৭ হাজার ৮৬০ জন।

শনিবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুনে ৫৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি আগস্টের প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে ২১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস জুলাইয়ে সর্বাধিক ২০৪ জনের মৃত্যু হয়।

জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছিল।

এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন, মারা যান ২৮১ জন। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৭৯ জনের।

ডেঙ্গু ‌
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close