• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেঘনায় যাত্রীবাহী বোট ডুবি, নিখোঁজ ১

প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৩, ০৭:৩৪
পূর্বপশ্চিম ডেস্ক

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ মো. শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দী ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশ্যে ২৫ যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত বোট ছেড়ে যায়। নদীর মাঝখানে এলে ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হন শাহজাহান।

হাতিয়া কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার প্রবীর কুমার বলেন, আজ নদী অনেক উত্তাল। তীব্র ঢেউয়ের কবলে পড়ে একটি বোট ২৫ যাত্রী নিয়ে ডুবে গেছে। ২৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজন নিখোঁজ হন। তাকে উদ্ধারে কোস্ট গার্ড সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মেঘনা,নৌকাডুবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close