• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপ: ঢাকায় মার্কিন কর্মকর্তা মিরা রেজনিক

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন।

ঢাকায় তাকে স্বাগত জানিয়ে মার্কিন দূতাবাস সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে। সেখানে বলা হয়, মিরা রেজনিকের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে।

এর আগে রবিবার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ সংলাপে নেতৃত্ব দেবেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন মিরা রেজনিক এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মার্কিন,দূত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close