• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

সরকার ‌‘একতরফা’ নির্বাচনের চেষ্টা করলে জনগণ রুখে দেবে: ফখরুল

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

সরকার এবার ‘একতরফা’ নির্বাচনের চেষ্টা করলে দেশের জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ সেপ্টম্বর) বিকেলে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

‘উত্তরবঙ্গ ছাত্র ফোরাম’ ও ‘বাংলাদেশ ছাত্র ফোরাম’র যৌথ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে ‘তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা প্রায়ই বলে- বিএনপি ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। ষড়যন্ত্র, চক্রান্ত তো বিএনপি করছে না, আপনারা করছেন। এই দেশের মানুষের সমস্ত অধিকার আপনারা কেড়ে নিয়েছেন, মানুষকে ভোট দিতে দেন না। আবার সামনে একটা ভোটের দিকে যেতে চাচ্ছেন, যেন আগের দু'বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারও খোলা মাঠে গোল করতে পারেন। এদেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে, সেটা এবার আর সম্ভব হবে না। এবার আর মানুষ সেটা হতে দেবে ন। এবার ফাঁকা মাঠ বা ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। এবারে মানুষ রুখে দাঁড়াবে।’

তরুণ ও যু্বকদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনারা রাস্তায় নামুন, প্রতিরোধ গড়ে তুলন। এই যে ভয়াবহ শক্তি পুরো জাতিকে ধবংস করে দিচ্ছে, দেশের সবকিছু ধ্বংস করে দিচ্ছে, রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চলেছে, সেই ভয়াবহ সরকারকে অবশ্যই প্রতিরোধ করে দমন করতে হবে। এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। বিজয় লাভ করতে হবে।’

মির্জা ফখরুল,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close