• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পিকআপ ভর্তি হয়ে ঢাকায় আসছে আড়িয়ল বিলের শাপলা

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৮
পূর্বপশ্চিম ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলের শাপলা যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষাকালে আড়িয়ল বিলের বিস্তীর্ণ ধানীচক পানিতে ডুবে যায়। বিস্তীর্ণ চকের এ ডুবো জমিতে এ সময় প্রচুর পরিমানে শাপলা ফুল ফোটে।

এই শাপলা বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাই প্রতিদিন সকালে সূর্য উঠার আগেই বিস্তীর্ণ আড়িয়ল বিলে ডিঙি নৌকা নিয়ে শাপলা কুড়াতে বেরিয়ে পড়েন স্থানীয় প্রায় শতাধিক কৃষি শ্রমিক। কুড়ানো শাপলার বিক্রির আয়ে চলছে প্রায় শতাধিক পরিবারের জীবন ও জীবিকা।

ভরা বর্ষা মৌসুমে আড়িয়ল বিলে প্রাকৃতিকভাবেই অসংখ্য শাপলা জন্মায়। এই বিলে জেলেরা মাছ শিকারের পাশাপাশি দিনের কয়েক ঘণ্টা শাপলা কুড়িয়ে আয় করছে হাজার টাকা। কুড়িয়ে আনা শাপলা স্থানীয়ভাবে সংগ্রহ করে পাইকাররা ঢাকার সবজির বাজারগুলোতে সরবরাহ করছেন।

প্রতিদিন এই অঞ্চল থেকে অন্তত মাঝারি সাইজের ১০-১২ পিকআপ শাপলা ঢাকায় যাচ্ছে। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাট, আলমপুর, ষোলঘর, হাঁসাড়া, বাড়ৈখালীসহ আড়িয়ল বিলের বিভিন্ন পয়েন্টে এসব শাপলার পাইকারি বিকিকিনি হচ্ছে। শাপলা সবজি হিসেবে সু-স্বাদু হওয়ায় খোলা বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আড়িয়ল বিল পাড়ের অসংখ্য কর্মহীন কৃষি শ্রমিক এই মৌসুমে শাপলা কুড়িয়ে অর্থ উপার্জন করতে পারছে।

আড়িয়ল বিল,শাপলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close