• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গু ভোগাচ্ছে শিশুদের, ৯ মাসে মৃত্যু শতাধিক

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭
পূর্বপশ্চিম ডেস্ক

সাভারে গত ৩১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে রওনক মৃধা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার বয়স ছিল ১১ বছর, পঞ্চম শ্রেণিতে পড়ছিল শিশুটি। স্বজনরা জানান, ৩১ আগস্ট সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রওনককে আইসিইউতে নেওয়া হয়। সেদিন বিকালেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ বছরের কম বয়সী শিশু মারা গেছে ৭৫ জন। আর ১৬ বছর থেকে ২০ বছর বয়সী মারা গেছে ৪৪ জন। অর্থাৎ এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১১৯ জন শিশু-কিশোর মারা গেছে ডেঙ্গুতে।

এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ বছরের কম বয়সী ২৫ হাজার ১২৫ জন। ১৬ থেকে ২০ বছর বয়সী হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৭ হাজার ১৪০ জন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন। অর্থাৎ আক্রান্তদের ৩২ শতাংশ শিশু-কিশোর।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১ হাজার ৯৬ জন। এরমধ্যে মারা গেছে ১৪ জন।

বিশেষজ্ঞদের মতে, শিশুদের দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বেশি তৈরি হচ্ছে। এতে অনেকেরই প্লাটিলেট কাউন্ট দ্রুত কমে যাচ্ছে।

শিশু হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গুসহ যেকোনও অসুখে শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ থাকে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। বিশেষ করে এক বছরের কম বয়সী বাচ্চাদের ডেঙ্গু হলেই পরিস্থিতি ভয়ংকর হতে পারে। ডেঙ্গু আক্রান্ত শিশুদের পালমোনারি হেমারেজ (শ্বাসতন্ত্রের রক্তক্ষরণ) বেশি হয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে না পারলে মালটি-অরগান ফেইলিয়র (শরীরের ভেতরের বিভিন্ন অঙ্গ অকেজো) হয়ে শিশু মারা যেতে পারে।

চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৫৭৬ জন মারা গেছেন। এরমধ্যে ৬৪ শতাংশ রোগীরই মৃত্যু হয়েছে শক সিনড্রোমে। আবার শক সিনড্রোমে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা সিটি করপোরেশনের বাইরে। বাংলাদেশের ডেঙ্গুর সার্বিক অবস্থা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ডব্লিউএইচও,ডেঙ্গু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close