• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

মিয়ানমারের কারাগারে অসুস্থ অং সান সু চি

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১০
পূর্বপশ্চিম ডেস্ক

মিয়ানমারের সামরিক জান্তার কারাগারে বন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সু চিকে বাইরের চিকিৎসক দেখাতে চাইলে তা প্রত্যাখ্যান করেছে সেনা সরকার।

এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম রয়টার্স। ৭৮ বছর বয়সী এই নোবেল বিজয়ীকে কারা হাসপাতালের একজন চিকিৎসকই চিকিৎসা দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, “তার (সু চি) দাঁতের মাড়ি ফুলে গেছে। তিনি ভালোভাবে খেতে পারছেন না। তার মাথা ঝিমঝিম করার সমস্যাও আছে, সেই সঙ্গে আছে বমি বমি ভাব।”

গ্রেপ্তার হওয়ার ভয়ে ওই সূত্র তার নাম জানায়নি।

সামরিক সরকারের মুখপাত্রের কাছে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে কোনো জবাব পাওয়া যায়নি।

২০২১ সালে ভোটে নির্বাচিত সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনা সরকার। এরপর তারা গণতন্ত্রপন্থী হাজার হাজার নেতাকর্মীকে হত্যা কিংবা বন্দি করেছে।

সুচি,জান্তা সরকার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close