• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

তৃতীয় দিনে গাড়ি উঠল প্রায় ৩১ হাজার, প্রথম দিন ছিল ২২,৮০৫

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই বেড়ে চলছে যানবাহন। সাথে বাড়ছে আয়ও। খুলে দেওয়ার তৃতীয় দিনে এসে গতকাল মঙ্গলবারই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছে প্রায় ৩১ হাজারের বেশি গাড়ি। এসব গাড়ি থেকে ২৫ লাখ টাকার বেশি টোল আদায় করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এসব তথ্য জানা যায়।

সূত্র বলছে, প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট অংশ ব্যবহার করে ২২,৮০৫টি। এতে প্রথম দিনেই টোল আদায় হয় সাড়ে ১৮ লাখ টাকা। দ্বিতীয় দিন সোমবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২৭ হাজার ১২১টি।

এসময়ে টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। আর তৃতীয় দিনে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ৩০ হাজার ৯১৯টি। আর তা থেকে আয় হয়েছে ২৫ লাখের বেশি টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার তিনদিনে মোট গাড়ি উঠেছে ৮১ হাজার আটশ ৪৫টি গাড়ি।এই থেকে মোট আয় হয়েছে প্রায় ৬৫ লাখ টাকা।

এদিবে, আজ বুধবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার বিষয়টি জানিয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় (৫ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ৬ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি উঠেছে মোট ৩০ হাজার ৯১৯টি।

তিনি আরো বলেন, এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী মহাখালী, ফার্মগেটের পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেটের পথে ৩ হাজার ৬১৯টি গাড়ি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দরের পথে ২ হাজার ৮৯৮টি গাড়ি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী কুড়িল এবং বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠেছে। এসব গাড়ি থেকে মোট টোল আদায় হয়েছে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

এর আগে গত শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে যানজট নিরসনে তৈরি করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই উড়াল পথটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পরের দিন রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close