• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিএনপির ওপর নির্ভর করছে জাসদের নির্বাচনি হিসাব-নিকাশ

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:২৩
পূর্বপশ্চিম ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) ওপর নির্ভর করছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নির্বাচনি হিসাব-নিকাশ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপির অবস্থানের দিকে নজর রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম এই শরিক দলটি।

দলটির নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ১৯৯১ সালের নির্বাচন থেকেই অন্তত ৩০টি আসনে দলীয় প্রার্থী দিয়ে আসছে জাসদ। তবে, জোটবদ্ধ নির্বাচনের কারণে ২০০৯ সালের নির্বাচনে দলটির মাত্র চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পরে ২০১৪ সালে যখন বিএনপিসহ বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করে, ওই নির্বাচনে স্বতন্ত্রসহ ২০টি আসনে প্রার্থী দেয় জাসদ।

জাসদের নেতারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক প্রস্তুতি নেন জাসদের নেতাকর্মীরা। ওই বছর তফসিল ঘোষণার আগে অন্তত শতাধিক নির্বাচনি সভায় বক্তব্য দেন দলের সভাপতি হাসানুল হক ইনু। ওই নির্বাচনেও ৭০টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত ছিল। পরে জোটগত নির্বাচনের কারণে সাতটি আসনে প্রার্থিতা করে জাসদ।

জাসদ,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close