• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

‌‘জাপানের উপমন্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে’

প্রকাশ:  ০৭ অক্টোবর ২০২৩, ২২:১৭
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে জাপানের উপমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাপানের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী কোমুরা মাসাহিরোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচন প্রসঙ্গে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের ইচ্ছাটা পুনর্ব্যক্ত করেছি। কিন্তু বাংলাদেশ জাপানের মধ্যে যে সম্পর্ক, দু–একটি রাষ্ট্র থেকে বিভিন্ন সময়ে যে ধরনের উদ্বেগ ও অন্যান্য বিষয়ে শুনেছেন, এ ধরনের কিছু তাদের নেই। আমরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন। আর সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর।

তৃতীয় টার্মিনালের অপারেশন এবং রক্ষণাবেক্ষণের জন্য জাপান আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, একাধিক জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে। বিমান এবং সিভিল এভিয়েশন মিলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।

জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আরো প্রত্যাশা সৃষ্টি হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য আরো কীভাবে জোরদার করা যায়, সে বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, তিনি (কোমুরা মাসাহিরো) কাল রোহিঙ্গা শিবিরে যাবেন। রোহিঙ্গা ইস্যুতে জাপানের সহযোগিতা প্রয়োজন। মিয়ানমারের সঙ্গে জাপানের ঐতিহাসিক সম্পর্ক আছে। মিয়ানমারে বর্তমানে সেনাশাসনের কারণে একটা জটিলতা আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।

এদিকে জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী কোমুরা মাসাহিরো বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় জাপান সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে জাপান স্বেচ্ছায়, মর্যাদার ভিত্তিতে ও নিরাপদে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আশা করে। মিয়ানমার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সেটাই প্রত্যাশা।

তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে সহায়তা করতে পেরে জাপান গর্বিত। বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভারতীয় উপমহাদেশ তথা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ দেশ বলেও মন্তব্য করেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

আলোচনা,জাতীয় নির্বাচন,জাপান,উপমন্ত্রী,মো. শাহরিয়ার আলম,পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close