• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পছন্দের ভেন্যুতেই আ. লীগ-বিএনপিকে সমাবেশ করতে দেবে ডিএমপি

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০২৩, ২১:৩৭
নিজস্ব প্রতিবেদক

ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের ভেন্যুতে সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হতে পারে।

ডিএমপির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে দুই দল ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্তসাপেক্ষে আওয়ামী লীগ ও বিএনপিকে এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার দেশের একটি গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল শুক্রবার কমিশনার মহোদয় এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে একই দিন মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি দিয়েছিলো জামায়াত। কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ।

মূলত, জাতীয় নির্বাচনের সময় যত ঘনাচ্ছে রাজনৈতিক দলগুলোর কর্মসূচিও তত বাড়ছে। বিশেষত, বড় দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নিয়মিত কর্মসূচি দিচ্ছে। নেতাকর্মীদের চাঙা রাখার পাশাপাশি নিজেদের শক্তিরও জানান দেওয়া হচ্ছে এসব কর্মসূচির মধ্য দিয়ে। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকায় সমাবেশ করবে দল দু’টি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ডিএমপি,সমাবেশ,আ. লীগ-বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close