• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২৩, ২১:৪১
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগুনের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। এছাড়া সদস্য করা হয়েছে- সহকারী পরিচালক আনোয়ারুল হক, তানহারুল ইসলাম ও উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন সরকারকে।

এতে আরও বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালী আমতলীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে দুই নারীসহ তিনজন মারা যান। এতে আহত হন বেশ কয়েকজন। ভবনটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সার্ভিস প্রোভাইডার, ডাটা সেন্টার এবং ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) অপারেশন সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তদন্ত কমিটি,ঘটনা,খাজা টাওয়ার,আগুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close