• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রণক্ষেত্র কাকরাইল এলাকা, বিজিবি মোতায়েন

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১৫:১৮ | আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দু’টি পিকআপে হামলা হয়। বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেন বলে অভিযোগ করে আওয়ামী লীগ। পরে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সরেজমিনে কাকরাইল এলাকায় ঘুরে দেখা যায়, পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন কাকরাইলের দিকে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করছে।

সামগ্রিক বিষয়ে নিশ্চিত হতে বা ঘটনার ব্যাপারে মতামত নিতে পুলিশ বা বিজিবির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দায়িত্ব পালনরত ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত। তাদের সঙ্গে পরে কথা বলতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোতায়েন,বিজিবি,রণক্ষেত্র,কাকরাইল,এলাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close