• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

পল্টনে বিএনপির ও আরামবাগে জামায়াতের মুখোমুখি পুলিশ

প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৩, ১৫:২০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়া আরামবাগের নটরডেম কলেজের সামনের সড়কে মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ ও জামায়াতে ইসলামী। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার পর এমন চিত্র দেখা যায়।

সরজমিনে গিয়ে দেখা যায়, বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

এদিকে নটরডেট কলেজ, আরামবাগ ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আর পুলিশের অবস্থান রয়েছে নটরডেম কলেজ গেট, কালভার্ট মোড ও শাপলা চত্বরে।

সকাল থেকে আরামবাগের কালভার্ট মোডে ৫ শতাধিক জামায়াত নেতাকর্মীর অবস্থান ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নটরডেট কলেজের গেট দিয়ে মতিঝিলের দিকে যাওয়ার চেষ্টা করে।

এর আগে সরকার পতনের একদফা দাবিতে সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয় জামায়াত-শিবির কর্মীরা। নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ। শনিবার সকাল থেকে এই এলাকায় তাদের আটকে দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

এছাড়া, কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুলিশ,জামায়াত,পল্টনে,বিএনপি,আরামবাগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close