• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হরতালের প্রভাব নেই, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০২৩, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক

সারা দেশে রোববার (২৯ অক্টোবর) বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের হরতাল চলছে। কিন্তু দিনব্যাপী ডাকা এ হরতালের শুরুতে রাজধানীতে কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। সকাল থেকে রাজধানীতে গণপরিবহন চলাচল করছে। তবে এসময় সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা গেছে৷ চাকরিজীবী মানুষদের দেখা গেছে বেশি।

রাজধানীর গুলিস্তান, ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার, মগবাজার, রামপুরা, বাডাডাসহ বেশ কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে।

সকালে সরেজমিনে দেখা যায়, রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, জনসন রোড, লক্ষ্মীবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় অন্যান্য স্বাভাবিক দিনের মতো কর্মকাণ্ড শুরু হতে দেখা গেছে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা লঞ্চগুলো সকালে সদরঘাটে ভিড়েছে। সকালে সদরঘাট থেকে বিভিন্ন রুটে বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে সকালের দিকে যাত্রী কিছুটা কম।

বাসের হেল্পাররা জানান, এখানে প্রায় ৯টি গণপরিবহন সব পরিবহনের বাস উপস্থিত রয়েছে। ভোর থেকেই এখান থেকে বাস চলাচল করছে। তবে যাত্রী কম। লঞ্চ থেকে নামা যাত্রীরা আসছেন।

এদিকে হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চলাচল,হরতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close