• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিরপেক্ষ নির্বাচনে প্রয়োজন শর্তহীন সংলাপ: পিটার হাস

প্রকাশ:  ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩৪
নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ নির্বাচনের জন্য শর্তহীন রাজনৈতিক সংলাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে হয় পিটার হাসের। বৈঠকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপের ওপর জোর দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে বুধবার (১ নভেম্বর) থেকে। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এ আকষ্মিক বৈঠক। সকাল সাড়ে ১০টায় বৈঠকের জন্য সময় নির্ধারিত থাকলেও ১০টার আগেই ইসিতে প্রবেশ করেন পিটার হাস। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কক্ষেই শুরু হয় বৈঠক।

বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ও কমিশন সচিব অংশ নেন। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে প্রথমেই গণমাধ্যমে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পূর্বপশ্চিমবিডি/এসএম

সংলাপ,নির্বাচন,পিটার ডি হাস,মার্কিন যুক্তরাষ্ট্র,রাষ্ট্রদূত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close