• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

যানবাহনে আগুন-পেট্রলবোমা হামলাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার

প্রকাশ:  ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৪৫ | আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক

চলমান অবরোধের মধ্যে যারা যানবাহনে আগুন দিচ্ছে ও পেট্রলবোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (৬ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরের আয়োজিত পেট্রল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

হাবিবুর রহমান বলেন, গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।

এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পুরস্কার,হামলাকারী,যানবাহন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close