• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রেল সচিব

কক্সবাজার থেকে রেল যুক্ত হবে পদ্মা সেতু, দক্ষিণাঞ্চল আর উত্তরবঙ্গও

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৩, ১৩:০১
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সঙ্গে শুধু ঢাকা নয়, পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চল ও উত্তরবঙ্গের সঙ্গেও এ রেলপথ যুক্ত হবে। শনিবার (১১ নভেম্বর) কক্সবাজার রেলওয়ে স্টেশনে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির।

তিনি বলেন, পরবর্তীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরও সংযুক্ত হবে। একইসঙ্গে বন্যপ্রাণী অভয়াশ্রমের জন্যে এ প্রকল্পের আওতায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পাশের অস্থায়ী সভামঞ্চে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ৫ মিনিট আগে প্রধানমন্ত্রী সড়কপথে কক্সবাজার রেলওয়ে স্টেশনে প্রবেশ করেন। এ সময় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এরপর সুধী সমাবেশ শেষে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রেল সচিব,উত্তরবঙ্গ,দক্ষিণাঞ্চল,কক্সবাজার,রেল,পদ্মা সেতু,যুক্ত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close