• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

১৭ দিনে সারা দেশে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪২৬

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৩, ০০:৩২
পূর্বপশ্চিম ডেস্ক

গত ২৮ অক্টোবর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা, হামলা ও সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ১৭ দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচি ঘিরে কতিপয় দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ২৮ অক্টোবর থেকে হামলা ও নাশকতাসহ পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৪২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পূর্বপশ্চিমবিডি/এসএম

গ্রেপ্তার,অভিযান,র‌্যাব,দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close