• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৩, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক

দেশের কণ্ঠ প্রতিবেদক

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৮১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের তথ্য কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, গণঅধিকার পরিষদ, এনডিএমসহ বিএনপির যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এ কর্মসূচি পালন করা হচ্ছে।

যুগপৎ আন্দোলনে না থাকলেও জামায়াতে ইসলামী একই কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া অবরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবি পার্টি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মোতায়েন,বিজিবি,প্লাটুন,সারা দেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close