• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

হরতাল-অবরোধেও যান চলাচল স্বাভাবিক

প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৩, ১৩:০৮
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী অর্ধদিবস হরতাল ও বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিন সকাল থেকেই বাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল, পণ্যবাহী গাড়ি, রিকশা চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিলো খুবই কম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালী, তেজগাঁও, মগবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, আজিমপুর এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসময় সায়েন্স ল্যাব মোড়ে যানবাহনের চাপ কিছুটা বেশি দেখা গেলেও মিরপুর রোডে চলাচল স্বাভাবিক ছিলো।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া, রায়েরবাগ, কাজলাসহ যাত্রাবাড়ী চৌরাস্তা, সায়েদাবাদ, টিকাটুলী, গুলিস্তান ঘুরে দেখা গেছে, স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। তবে কোনো কোনো রুটের বাসের সংখ্যা একটু কম। আবার কোনো কোনো রুটে বাসের সংখ্যা বেশি কিন্তু যাত্রী কম।

হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের কোনো নেতাকর্মী বা অবরোধের সমর্থকদের কাউকে পিকেটিং-মিটিং মিছিল করতে দেখা যায়নি। পাশাপাশি বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের অবরোধের সমর্থনেও কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি।

রাজধানীর গুলিস্তান এবং জিরো পয়েন্টেও স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। যানবাহনের চাপ থাকায় তা নিয়ন্ত্রণের জন্য রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক পুলিশের তৎপরতাও চোখে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে পল্লবী থানার এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বলেন, চলমান অবরোধকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই আমাদের অবস্থা। মিরপুর এলাকার বেশ কয়েকটি মোড়ে মোড়ে পুলিশ অবস্থান করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

হরতাল,অবরোধ,যান,চলাচল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close