• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ০০:৫১
নিজস্ব প্রতিবেদক

সরকারের মন্ত্রিসভার তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী (সংসদ সদস্য নন এমন) পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে সংসদ সদস্য নন, প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।

রোববার (১৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

সরকারের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকলীন সরকারে অর্থাৎ তফসিল ঘোষণার পর কোনো টেকনোক্র্যাট মন্ত্রী উপদেষ্টা থাকবে না, এটিই নিয়ম।

২০১৮ সালে জাতীয় নির্বাচনের আগেও টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সেসময় তৎকালীন ধর্মমন্ত্রী মতিউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার পদত্যাগ করেন। সেবার তফসিলের আগেই তারা পদত্যাগ করেছিলেন।

নির্বাচন কমিশন এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ১৫ নভেম্বর। ৪ দিনের মাথায় এই তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন। প্রধানমন্ত্রীসহ মন্ত্রীসভার সদস্য ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যা কমে দাঁড়ালো ৪৫-এ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পদত্যাগ,মন্ত্রী-প্রতিমন্ত্রী,টেকনোক্র্যাট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close