• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ফিলিং স্টেশনের আগুনে দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

প্রকাশ:  ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:১৪
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় ৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওয়ানা হয়। দু’টি ইউনিটের চেষ্টায় রাত ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়।

দগ্ধরা হলেন- মো. মামুন শেখ (২৮), মো. রানা (৩০), জীবন (২৬), মো. সালাউদ্দিন (৪৫), মো. আমির হোসেন (৩২), মো. কামাল হোসেন (৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, দগ্ধের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ আটজনের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হবে। বাকি তিনজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

দগ্ধ,ফিলিং স্টেশন,আগুন,শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close