• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মঙ্গলবার

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ২৩:০৮
নিজস্ব প্রতিবেদক

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সারাদেশে পালিত হবে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন। এদিন দেশের প্রায় ২ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ প্লাস ক্যাপসুল দেয়া হবে।

সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এ উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় মহাখালীতে নিপসম অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

উল্লেখ্য, বর্তমান সরকার ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে আসছে। যে কারণে বর্তমানে ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগের প্রার্দুভাব কমে আসছে বলে দাবি সরকারের। তথ্য বলছে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা ৪ শতাংশও নেই বললে চলে।

জাতীয় কর্মসূচি,ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,স্বাস্থ্য মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close