• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হরতাল-অবরোধে ২৭৪ অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

প্রকাশ:  ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি-সমমনা দগুলোর ডাকা হরতাল-অবরোধে ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২৭৪টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস ১৭০টি, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

অগ্নিসংযোগ,যানবাহন,হরতাল,অবরোধ,ফায়ার সার্ভিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close